![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইওএস ব্যবহারকারীদের জন্য আবারও ইউজার ইন্টারফেইসে (ইউআই) পরিবর্তন আনছে স্ন্যাপচ্যাট।
গত ডিসেম্বরে নিজেদের ইউআইয়ের পরিবর্তন ঘটালে অনেকেই অ্যাপটি ব্যবহার করা ছেড়ে দেন। এতে ব্যবহারকারী প্রতি অ্যাপটির আয় কমতে শুরু করে।
পুরানো ডিজাইন ফিরিয়ে আনতে ১২ লাখ ব্যবহারকারী একটি আবেদন পত্রেও সাক্ষর করেন। তারই ধারাবাহিকতায় ইউজার ইন্টারফেইস নিয়ে ব্যবহারকারীদের অসন্তোষের কথা বিবেচনা করে ইউজার ইন্টারফেইসে (ইউআই) পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় স্ন্যাপচ্যাট।
নতুন ইউজার ইন্টারফেইসে ছবি ও চ্যাট ক্রমানুসারে সাজানো হয়েছে। স্টোরিজ ফিচারটিও সরিয়ে অ্যাপের ডানদিকে দেওয়া হয়েছে। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গেই ক্যামেরা ওপেন হচ্ছে। ফলে বাম দিকে সোয়াইপ করলে সহজেই ডানদিকের স্ক্রিনে থাকা বন্ধু তালিকা দেখা যাচ্ছে। আলাদাভাবে যুক্ত করা হয়েছে সাবস্ক্রিপশন ফিড। এতে সহজেই পছন্দ অনুযায়ী স্টোরিজ খুঁজে পাওয়া যাচ্ছে।
বেশিরভাগ আইওএস ব্যবহারকারীদের ফোনেই আপডেটটি পৌঁছাতে শুরু করেছে। তবে অ্যান্ড্রয়েড ফোনে আপডেটটি কবে নাগাদ আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
দ্য ভার্জ অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি