![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেটআপ ছাড়াই সব ধরণের পিসি ও স্মার্টফোন থেকে ছাপা সুবিধার প্রিন্টার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। স্যামসাং এম২০২০ ডব্লিউ মডেলের এই প্রিন্টারটিতে রয়েছে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি।
প্রিন্টারটির মাধ্যমে কোনও ধরণের ক্যাবল সংযোগ ছাড়াই এনএফসি প্রযুক্তি সমর্থিত যে কোনও ডিভাইস থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সফার করা যায়। এজন্য শুধুমাত্র ডিভাইসটিকে প্রিন্টারের নির্দিষ্ট স্থানে স্পর্শ করলেই চলবে।
স্যামসাং এম২০২০ ডব্লিউ প্রিন্টারের এনএফসি ট্যাগযুক্ত স্থানে ট্যাপিং করলেই দ্রুততার সঙ্গে প্রিন্ট হতে থাকবে। একইসঙ্গে ওয়াই-ফাই ও ইউএসবি ব্যবহার করেও প্রিন্ট করা যাবে।
প্রিন্টারটি মিনিটে ২০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। এতে আছে ৪০০ মেগাহার্জ প্রসেসর, যা ছাপা কাজকে দ্রুত করার পাশাপাশি পেপার জ্যাম থেকে মুক্তি দেয়। রয়েছে ৬৪ মেগাবাইট মেমরি, ফলে প্রিন্টিংয়ের পাশাপাশি ফাইল সংরক্ষণ করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম ১০ হাজার টাকা।
– সংবাদ বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি