![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোনো অ্যাপ ব্যবহারকারীদের অজান্তে ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করছে কিনা তা জানাবে অ্যান্ড্রয়েড পি। কোন অ্যাপ কী কী হার্ডওয়্যার ব্যবহার করছে তাও নোটিফিকেশন আকারে দেখা যাবে।
অনেক সময় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থেকেও ব্যবহারকারীদের ওপর নজরদারী করতে থাকে। ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে তাদের কার্যকলাপ রেকর্ড করে সার্ভারে পাঠায়।
অ্যাপ যাতে অনুমতি ছাড়া ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার না করতে পারে গুগল সেটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিলেও অনেক সময় ব্যবহারকারীরা প্রয়োজনে বা অপ্রয়োজনেই তা দিয়ে ফেলেন। পরে দেখা যায়, ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করেই তথ্য নিচ্ছে অ্যাপ।
এবারের অ্য়ান্ড্রয়েড আপডেটে গোপনীয়তা আর নিরাপত্তা দুটোই গুরুত্ব পেয়েছে। অ্য়াপ যেন ব্যাকগ্রাউন্ড থেকে তথ্য হাইয়ে নিতে না পারে সেজন্য বেশ কিছু ফিচার দিয়েছে তারা। এখন দেখবার বিষয় কতো দ্রুত ডিভাইসগুলো অ্য়ান্ড্রয়েড পি আপডেট পায়।
আরও পড়ুন : নেটওয়ার্কের তথ্য অ্যাপকে জানাবে না অ্যান্ড্রয়েড পি
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি