দেশে সবচেয়ে বর্ধনশীল মোবাইল ব্র্যান্ড আইটেল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৫৬৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দেশের সবচেয়ে বর্ধনশীল মোবাইল ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে আইটেল।

চীনা ব্র্যান্ডটি দেশে ২০১৮ সালের প্রথম প্রান্তিকে অন্তত ১০ শতাংশ বাজার শেয়ার দখল করেছে।

বুধবার বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ নতুন একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে প্রতিষ্ঠানটি বলছে, আইটেল দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক ব্র্যান্ড স্যামসাংকে পিছনে ফেলে দিয়েছে। কারণ এই সময়ে স্যামসাংয়ের বিক্রি ৪৬ শতাংশ কমে গেছে।

কাউন্টার পয়েন্ট রিসার্চের মতে, চীনা ব্র্যান্ডগুলো বাংলাদেশে দিনকে দিন মোবাইলের বাজার দখল করতে শুরু করেছে। দেশের স্মার্টফোন বাজারের ৩৮ শতাংশ এখন চীনা ব্র্যান্ডের দখলে। যা বছর বছর অন্তত ২৫ শতাংশ করে বাড়ছে। যদিও দেশের স্মাটফোনের বজার কিছুটা পড়তির দিকে।

কাউন্টার পয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, বাংলাদেশের স্মার্টফোন বাজার কিছুটা পড়তির দিকে। কারণ, কিছুদিন আগেই দেশে ফোরজি নেটওয়ার্ক চালু হয়েছে। এর ফলে গ্রাহকরা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা স্মার্টফোন কেনার ক্ষেত্রে কোন বিষয়ের উপর জোর দেবেন। যার ফলে অন্তত মোট বাজারের ১৮ শতাংশ এই প্রান্তিকে কমে গেছে।

তিনি বলেন, এই প্রান্তিকেই ফোরজি চালু হয়েছে। দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা এবং বাংলালিংক ফোরজি সেবা দেওয়া শুরু করেছে। যদি এভাবে দেশব্যাপী ফোরজির চাহিদা বাড়তে থাকে তাহলে সামনের প্রান্তিকে অবশ্যই স্মার্টফোনের বিক্রি বেড়ে যাবে আরো।

Techshohor Youtube

২০১৮ সালের হিসাবে কাউন্টার পয়েন্ট ধারণা করছে, দেশে স্মার্টফোনের বাজার চলতি বছরে ১৬ শতাংশ বৃদ্ধি পাবে।

যদিও বাংলাদেশে এখন চীনা বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ১০০ ডলারের মধ্যেই পাওয়া যাচ্ছে। তারপরও এখনো বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে দেশীয় মোবাইল ব্র্যান্ড সিম্ফনি।

আইটেল ব্র্যান্ডটির দেশে মাতৃপ্রতিষ্ঠান হিসেবে চীনের ট্রান্সশান হোল্ডিংস সরবরাহ করে থাকে।

আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন