![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইলের মাধ্যমেই প্লেন টিকেট কেনার সুবিধা চালু করেছে সরকারি সংস্থা বিমান বাংলাদেশ। সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় সেবাটির উদ্বোধন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহাম্মদ ইনামুল বারী।
এখন থেকে ০১৭৭৭৭১৫৬১৩ মোবাইল নম্বরে ফোন করলেই বিমানের ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ গন্তব্যের টিকিট কেনা যাবে। এ ছাড়া ০২-৮৯০১৬০০ নম্বরে ফোন করে ২৭১০ ও ২৭১১ এক্সটেনশনেও টিকেট কেনার সুযোগ থাকছে।
টিকেটের মূল্য পরিশোধ করা যাবে বিকাশ বা রকেটের মাধ্যমে আর টিকেটের কপি পাওয়া যাবে ই-মেইল, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ইমোতে।
আন্তর্জাতিক টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীরা পাসপোর্টের স্ক্যান কপি ই-মেইল অথবা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন। প্রতিদিনই সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সেবাটি পাওয়া যাবে।
এ বিষয়ে মুহাম্মদ ইনামুল বারী বলেন, বিমান তার যাত্রীদের সেবাদানে আরও এক ধাপ এগিয়ে মোবাইলের মাধ্যমে টিকেটিং সুবিধা চালু করল। যাত্রীরা এখন থেকে সহজেই মোবাইল ফোন বা ল্যান্ড ফোনের মাধ্যমে ফ্লাইটসংক্রান্ত তথ্য, টিকিট বুকিং, টিকিট কেনা ও যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি