Techno Header Top and Before feature image

গ্লসি ব্ল্যাক রঙে আসছে ওয়ানপ্লাস ৬

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: অন্তত দুটি রঙে ওয়ানপ্লাস ৬ আসার খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাও।

সম্প্রতি ভারতে ফোনটির অ্যাম্ব্যাসেডর বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেছেন  পিট লাও। সেসময় তাদের হাতে ফোনটির স্যান্ডস্টোন হোয়াইট আর গ্লসি ব্ল্যাক সংস্করণ দেখা গেছে।

ডিজাইনে বিগত দিনগুলোতে ফাঁস হওয়া ছবির সঙ্গে কোনো তফাৎ দেখা যায়নি। পেছনে মাঝামাঝি জায়গায় আছে ডুয়েল ক্য়ামেরা, তার নিচে রয়েছে চ্যাপ্টা ফিংগারপ্রিন্ট সেন্সর আর ওয়ানপ্লাস লোগো। সামনের অংশ অবশ্য ছবিতে দেখা যায়নি, তবে ধরে নেয়া যেতে পারে নচ যুক্ত ১৯:৯ অনুপাতের অ্যামোলেড ডিসপ্লেও আছে অপরিবর্তিত।

গ্লসি ব্ল্যাক রঙ ওয়ানপ্লাসের ইতিহাসে এবারই প্রথম। আইফোনের জেট ব্ল্যাক এডিশনের সঙ্গে ফোনটির বেশ মিল রয়েছে।

ওয়ানপ্লাস ৬ বাজারে আসছে আগামী ১৬ মে। ফ্ল্যাগশিপ কিলার নামধারী ডিভাইসটি অবশ্য আজ আর কিলার নয়, নিজেই ফ্ল্যাগশিপ। মূল্যও সে অনুযায়ী নির্ধারিত হয়েছে। তবে যেখানে অ্যাপল আর স্যামসাং লাখ টাকায় ফ্ল্যাগশিপ বিক্রি করছে সেখানে ওয়ানপ্লাসের ৬০ হাজারের আশপাশে থাকা মূল্যকে আজও কমই ধরা যেতে পারে।

আরও পড়ুন: ওয়ানপ্লাস ৬ নিয়ে যত গুঞ্জন

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন