![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের শিক্ষা পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক কলা কৌশলে পাঠদানের উৎসাহ তৈরিতে কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের শিক্ষক সম্মেলন।
মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কনটেন্ট, শিক্ষায় আধুনিক উপকরণ ব্যবহার ও শিক্ষক বাতায়নে অবদান রাখা সারা দেশের এক’শ শিক্ষক এ সম্মেলনে যোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সোমবার থেকে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলন চলবে বুধবার পর্যন্ত। একুশ শতকের শিক্ষায় আলোকিত শিক্ষক’ এবারের সম্মেলনের প্রতিপাদ্য। এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান।
সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ব্রেনডান ম্যাকশেরি এবং এটুআই প্রোগ্রামের ই-লার্নিং বিশেষজ্ঞ ফারুক আহমেদ।
এবারের সম্মেলনে ৪২ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হবে। শিক্ষকদের একুশ শতকের চেতনায় উদ্বুদ্ধকরণ, আধুনিক প্রযুক্তি-কলাকৌশলের মাধ্যমে পাঠদানে উৎসাহ ও অভ্যস্ততা তৈরি, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার সহজ করা, পেশাগত উন্নয়নের করণীয় এবং শিক্ষা পদ্ধতি ও অভিজ্ঞতা নিয়ে মতবিনিময়, সভা, সেমিনার অনুষ্ঠিত হবে এ সম্মেলনে।
– আল আমীন দেওয়ান