![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচটিসির নতুন ফ্ল্যাগশিপ ইউ১২ বা ইউ১২ প্লাস বাজারে ছাড়া হবে চলতি মাসেই।
চলতি মাসের ২৩ তারিখেই বাজারে দেখা মিলবে তাইওয়ানিজ ব্র্যান্ডের ফোনটির। শুধুমাত্র হার্ডওয়্যারের পারফরমেন্সই নয়, বরং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলেই ফোনটিকে অনন্য করেছে এমনটাই দাবি প্রতিষ্ঠানটির।
এ বছরের অন্যান্য ফ্ল্যাগশিপের মত এইচটিসি ইউ১২ বা ইউ১২ প্লাসেও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম আর ৬৪ বা ১২৮ গিগাবাইট স্টোরেজ। অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম থাকার কথা রয়েছে।
বিগত বেশ কিছু প্রান্তিকে টানা মন্দা যাওয়ায় এইচটিসি আর মোবাইল নির্মাণের ব্যবসায় থাকবে কি না তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে তাদের মূল মোবাইল ডিজাইন ও গবেষণা দল গুগল কিনে নেয়ার পর ফোন নির্মাণ তাদের জন্য হয়েছে আরও কঠিন।
এখন দেখবার বিষয় ফোনটিতে এইচটিসি নতুন কি চমক যুক্ত করেছে।
টেক ক্রাঞ্চ অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি