স্ন্যাপচ্যাটের ব্যবহারকারী বাড়ছে ধীর গতিতে, শেয়ারে ধস

snapchat-techsohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: বছরের প্রথম ভাগে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে ধীর গতিতে। এই তথ্য প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্ন্যাপচ্যাটের শেয়ার দর ১৫ শতাংশ কমে যায়।

মূলত অ্যাপটির ইউজার ইন্টারফেইস নতুনভাবে সাজানোর পর থেকে কমতে থাকে নতুন ব্যবহরকারীর সংখ্যা।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, বছরের দ্বিতীয় ভাগে ব্যবহারকারীর সংখ্যা ও আয় আরও কমতে পারে।

দৈনিক কতোজন সক্রিয় ব্যবহারকারী অ্যাপে ভিজিট করছেন তার ওপরেই অ্যাপটির আয় নির্ভর করে থাকে। গত বছরের শেষ ভাগে ব্যবহারকারী প্রতি তাদের আয় ছিলো ১ দশমিক ৫৩ ডলার। এতে তাদের আয় দাঁড়িয়েছিলো ২৮৬ মিলিয়ন ডলার।

বর্তমানে ব্যবহারকারী প্রতি তাদের আয় দাঁড়িয়েছে ১ দশমিক ২১ ডলার। এতে তাদের মোট আয় কমে দাঁড়িয়েছে ২৩১ মিলিয়ন ডলার।

Techshohor Youtube

গত তিন মাসে অ্যাপটিতে নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে ৪০ লাখ। সেসময় অ্যাপটিতে নতুন ব্যবহারকারী যোগ দেওয়ার হার ছিলো ৫ দশমিক ৫ শতাংশ। বর্তমানে তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯১ মিলিয়ন। কিন্তু প্রতিষ্ঠানটির লক্ষ্য মাত্রা ছিলো ১৯৪ মিলিয়ন ব্যবহারকারী।

দ্য ভার্জ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন