![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবির কিছু অংশ যদি মুছে যায় বা কোনও কারণে ঢেকে যায়, সেটিও উদ্ধার করতে পারবে এনভিডিয়ার তৈরি এআই। এমনটাই তারা প্রকাশ করেছে নতুন গবেষণাপত্রে।
এর আগে ছবি এডিট করার সময় ফাঁকা বা নষ্ট হয়ে যাওয়া অংশ ঠিক করার জন্য তার চারপাশের ছবিটুকু কপি করে তা ঠিক করা যেত।
এনভিডিয়ার প্রযুক্তি ছবি স্ক্যান করে, ফাঁকা অংশে কী থাকতে পারে তা আন্দাজ করে চারপাশের ছবির সঙ্গে সংগতি রেখে সে অংশটি রেন্ডার করবে।
এআই কতটুকু কার্যকর ভাবে ছবি ঠিক করতে সক্ষম তা তুলে ধরেছে কয়েকটি ছবিতে ব্যবহার করে। ছবিগুলোতে দেখানো এআই ক্ষমতা চমকপ্রদ, তবে সব ক্ষেত্রে এমন পারফরমেন্স দেখা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
প্রযুক্তিটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে তা জানা যায়নি। তবে ভবিষ্যতে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে এটি বিশেষ ফিচার হিসেবে হাজির হতেও পারে।
ফরচুন অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি