Header Top

সব ম্যাসেজিং সেবা একত্রে নিয়ে আসছে গুগল

chat-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল একের পর এক ম্যাসেজিং অ্যাপ সেবা চালু করেই যাচ্ছে। এবার ‘চ্যাট’ নামে একটি সেবা চালু করছে গুগল।

তবে এটি কোনো নতুন সেবা নয়। অ্যান্ড্রয়েডের ম্যাসেজিং সেবার বিভিন্ন মাধ্যমকে একত্রে নিয়ে আসতেই নতুন সেবাটি চালু করতে যাচ্ছে গুগল।

অ্যান্ড্রয়েড ফোনে এটাই হবে ডিফল্ট ম্যাসেজিং অ্যাপ। এটি ‘ইউনিভার্সাল প্রোফাইল ফর রিচ কমিউনিকেশন সার্ভিস’ এর ওপরে ভিত্তি করে বানানো হয়েছে। নতুন প্রযুক্তিটিকে এসএমএসের আধুনিকায়ন হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।

chat-techshohor

কারণ ফরম্যাটটি ফুল রেজুলেশ্যনের ফটো, ভিডিও, টেক্সট ও অন্যান্য ফিচার সমর্থন করবে।

অ্যাপলের আইম্যাসেজ সেবার আদলে এটি তৈরি করা হলেও এর ম্যাসেজগুলো এনক্রিপটেড হবে না।  এ কারণে নিরাপত্তা বিশ্লেষকরা তথ্যের সুরক্ষা প্রদানে গুগলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজনেস ইনসাইডার অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন