‘নো রিস্ক নো গেইনে’ সফল এক নাম ক্রয়বিক্রয় ডটকম

kroybikroy logo-feature-TechShohor

দেশের ই-কমার্স বাণিজ্যে বিশেষ করে ক্লাসিফায়েড ওয়েবসাইট ব্যবসায় এখন বহুজাতিক কোম্পানির আধিপত্য। এগুলোর আগ্রাসী প্রচারণার জোয়ারেও ব্যতিক্রম ক্রয়বিক্রয়ডটকম। তরুণ এক উদ্যোক্তার ‘জিরো ইনভেস্টমেন্ট’ থেকে সফল হওয়ার কাহিনী জানাচ্ছেন তুহিন মাহমুদ।

Masumul Haque-kroybikroy-TechShpohor ঢাকার ছেলে মাছুমুল হক। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে অনার্সে পড়াশোনা করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমআইএসে মাস্টার্স করেন। অনার্সে পড়ার সময়ই পার্ট টাইম কাজ শুরু করেন। বিভিন্ন অফিসে কম্পিউটার মেরামত ও লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) সংযোগের কাজ করতেন। সেই সময়ে ইন্টারনেটে হাতেখড়ি হয় তার।

হঠাৎ তার ভাবনায় আসে তিনি অসুস্থ হয়ে গেলে কি আয় বন্ধ থাকবে। এ চিন্তা তাকে কয়েকদিন তাড়িত করে। তখন ভাবলেন এমন কিছু করতে হবে যে, অসুস্থ থাকলেও যাতে আয় বন্ধ না থাকে। ২০০৯ সালের শেষে দিকে একদিন অনলাইনে বেচাকেনার সাইট ইবে দেখে চিন্তা করলেন বাংলাদেশে এমন কিছু করার।

Techshohor Youtube

তখন দেশে ভালো কোনো পেমেন্ট গেটওয়ে না থাকায় পরিচিত কেউ এই বিষয়ে তাকে উৎসাহ দেয়নি বরং পিছু টেনে ধরেছে। ঝুঁকি নিতে মানা করেছেন বেশিরভাগই।

তবে থেমে যাওয়ার পাত্র নন মাছুমুল। হাল ছাড়লেন না। ভাবলেন এখন ভালো পেমেন্ট গেটওয়ে না থাকলেও আগামীতে হবে না, এমন তো কথা নেই। তাই পিছু না হটে নিজে থেকে কিছু করার সিদ্ধান্ত নিলেন।

নতুন উদ্যোগে ব্যবসায় বিনিয়োগের জন্য খুব বেশি তহবিল না থাকায় স্বল্প বাজেট নিয়ে শুরু করলেন। তৈরি করলেন পণ্য কেনাবেচনার ক্লাসিফায়েড ওয়েবসাইট ক্রয়বিক্রয় ডটকম।

ক্রয়বিক্রয় ডটকমের যাত্রা
নিজের সাইট করার পরিকল্পনা বাস্তবায়নের পথে বিদেশের নানা ই-কমার্স ও ক্লাসিফায়েড ওয়েবসাইট দেখতে থাকলেন। পর্যাপ্ত ধারণাও নিলেন। এরপর অনলাইনে কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদানকারী এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলে সাইটের নাম ঠিক করেন ক্রয়বিক্রয় ডটকম। এমন নাম দেওয়ার কারণ হলো মানুষ যাতে নাম শুনেই বা দেখে বুঝতে পারে সাইটটি আসলে কি ধরণের।

এগিয়ে চলা
যাত্রা শুরুর পর থেকেই বিভিন্নভাবে সাইটে প্রচারণা শুরু করেন মাছুমুল। তার নিরন্তর চেষ্টায় প্রায় এক বছরের মধ্যে তার এ উদ্যোগ লাভের মুখ দেখে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় ৩ বছর ধরে সাইটটি থেকে ভালো আয় হচ্ছে।

kroy bikroy-logo-TechShohor

ক্লাসিফায়েড সাইটের মূল আয় আসে মূলত বিজ্ঞাপন থেকে। নানা ধরণের বিজ্ঞাপন থাকে সাইটে (প্রিমিয়াম অ্যাড, গুগল অ্যাড, অ্যাড স্পেস সেল ইত্যাদি)। ক্লাসিফায়েড সাইট ও ইকমার্স সাইটের মূল প্রাণ হল পেমেন্ট সিস্টেম।

মাছুমুলের মতে, এখনও আমাদের দেশে পেমেন্ট সিস্টেম ততোটা ভালো হয়নি। আমার বিশ্বাস সহজ ও নির্ভরযোগ্য কোন পেমেন্ট গেটওয়ে দেশে এলে অনলাইন ব্যবসা-বাণিজ্য আরও অনেক দূর এগিয়ে যাবে।

ব্যর্থতার চেয়ে সফলতা বেশি
দেশে এখন বহুজাতিক কোম্পানি ক্লাসিফায়েড সাইট চালানোর ব্যবসায় নেমেছে। এগুলোর সঙ্গে প্রচারণার টিকে থাকা সহজ নয়। প্রচারণার ক্ষেত্রে ক্রয়বিক্রয় ডটকমের ব্যর্থতা রয়েছে কিছু। তবে প্রায় ‘জিরো ইনভেস্টমেন্ট’ থেকে আজকের অবস্থানে উঠে আসার সফলতাও কম নয়!

অনলাইন জায়ান্ট গুগলের মতে, যত ভিজিটর ততো টাকা। কোনো সাইটে যদি নিয়মিত প্রচুর ভিজিটর থাকে, তাহলে সেটি থেকে আয়ের অনেক উৎস বের করা সম্ভব।

বর্তমানে প্রতি মাসে ২০ লাখের ওপরে ভিজিট হয় ক্রয়বিক্রয় ডটকম (http://kroybikroy.com) সাইটটি। ২০ হাজারের অধিক নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে এ সাইটে। ফেইসবুক গ্রুপে (http://fb.com/groups/kroybikroybd) ২৪ হাজারের অধিক সক্রিয় সদস্য রয়েছে । এ ছাড়া এর ফেইসবুক ফ্যানপেইজে (http://fb.com/kroybikroy.com.bd) আছে প্রায় ১৫ হাজারের মত ফ্যান।

অন্যদের থেকে যেখানে আলাদা
ক্রয়বিক্রয় ডটকমের দুটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য কোনো ক্লাসিফায়েড সাইটে নেই। এটিতে অন্য ই-কমার্স সাইটের পণ্য কেনাবেচনার তথ্যের লিংক দিয়ে পণ্যের বিজ্ঞাপন করার জন্য রয়েছে কাস্টম ফিল্ড।

এ ছাড়া পণ্যের যদি কোনো ভিডিও রিভিউ থাকে, তাহলে সেটিও ইউটিউবে আপলোড করে ভিডিও শেয়ার করা যায় এ সাইটে।

kroy bikroy-website-TechShohor

প্রচারণা
শুরুতে মাছুমুলের তেমন কোনো বিনিয়োগ ছিল না বললেই চলে। তাই প্রচারণার পুরো কাজটিই ছিল সোশ্যাল মিডিয়া ও ব্লগ কেন্দ্রিক। যেখানে রয়েছে প্রচুর ভিজিটর।

এ উদ্যোগ নেওয়ার পর অনেক সময় দিয়েছেন সাইটের পেছনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, দেশি ব্লগ ও ফোরামগুলোর মাধ্যমে এখনও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুন এ উদ্যোক্তা।

আগামীর পরিকল্পনা
আগামীতে ব্যবহারকারীদের জন্য ই-স্টোর তৈরি করতে চান মাছুমুল। যেগুলো হবে প্রিমিয়াম ই-ষ্টোর। ভবিষ্যতে ক্রয়বিক্রয় ডটকম সাইটকে দেশের প্রথম শ্রেণীর ক্লাসিফায়েডগুলোর কাতারে দেখতে চান তিনি।

নতুনদের জন্য পরামর্শ
এখন বহুজাতিক কোম্পানিসহ দেশি অনেক কোম্পানি এ খাতে অনেক বিনিয়োগ করছে। তাই নতুন করে এ খাতে সফল হতে হলে অবশ্যই ভাল মার্কেটিং প্লান ও দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে। প্রয়োজনীয় অনেক রিসোর্স জোগাড় করতে হবে। ভালোভাবেই বাজার রিসার্চ করে কাজে নামার পরামর্শ দিয়েছেন এ তরুন সফল উদ্যোক্তা।

যোগাযোগ
ক্রয়বিক্রয় ডটকম
বাড়ি# ৩৯১(৬ষ্ঠ তলা) সড়ক# ২৯
মহাখালি, ডিওএইচএস, ঢাকা-১২০৬
ফোন : ০১৯৭৮-৯৯২২০০
ইমেইল:- [email protected]
ওয়েব:- http://www.kroybikroy.com

১ টি মতামত

*

*

আরও পড়ুন