![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন তাদের বার্ষিক রিপোর্টে বলছে, অনলাইনে শিশুদের যৌন নির্যাতনের অনেক ছবি খুঁজে পেয়েছে।
২০১৮ সালে তারা ৭৮ হাজারের বেশি ওয়েবসাইট অ্যাড্রেস খুঁজে পেয়েছে যেখানে শিশুদরা যৌন নির্যাতনের শিকার হয়েছে। যেটা ২০১৬ সালে ছিল ৫৭ হাজার।
তারা ছবিগুলোকে খুঁজে বের করে সেগুলো নেট থেকে সরিয়ে ফেলতে রিপোর্ট করছেন এবং সেগুলো যেন জনসম্মুখে না আসে সে জন্য ব্যবস্থা নিতে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি বলছে, তারা অন্তত ৮০ হাজার এমন ছবির অপব্যবহার রোধ করতে রিপোর্ট করেছে।
এছাড়াও গোপন সাইটের সংখ্যা বেড়ে চলেছে। যেগুলোতে শিশুদের নিয়ে এমন সব কনটেন্ট এবং ছবি দেওয়া হচ্ছে যেগুলো অবৈধ। আর এসব সাইটে প্রবেশ করতে গেলে নির্দিষ্ট একটা পথ বেছে নিতে হয়। যা সবাই যেতে পারেন না।
প্রায়ই এই সাইটগুলো এমন যৌন নির্যতনের ছবি দেখার জন্য পেমেন্ট করার অনুরোধ জানায়।
ইন্টারনেট ফাউন্ডেশনটি ২০১৫ সাল থেকে শিশুদের ছবির অপব্যবহার নিয়ে কাজ শুরু করে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি