![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর কত শতাংশ কোন সংস্করণ চালাচ্ছে তার তালিকা প্রকাশ করেছে গুগল।
তালিকা অনুযায়ী অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৮ ওরিও মাত্র ৪ দশমিক ৬ শতাংশ ডিভাইসে চলছে, অ্যান্ড্রয়েড ৭ নুগ্যাট চলছে ৩০ দশমিক ৮ শতাংশ ডিভাইসে আর অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো ২৬ শতাংশ ডিভাইসে কাজ করছে।
এছাড়াও অ্যান্ড্রয়েড ৫ ললিপপ ২৩ শতাংশ ডিভাইসে, কিটক্যাটে চলছে ১০ দশমিক ৫ শতাংশ ডিভাইস আর এর চেয়েও পুরাতন সংস্করণে চলছে বাকি ডিভাইসগুলো।
অ্যান্ড্রয়েড আপডেট সবসময়ই খুবই মন্থর গতিতে ডিভাইসগুলোতে পৌঁছায়, বেশিরভাগ ক্ষেত্রে আপডেটও পায় না অনেক ডিভাইস। এই সমস্যার কারণে অ্যাপ নির্মাতারা নতুন সংস্করণে যুক্ত নিত্য নতুন সিস্টেম এপিআইর ওপর নির্ভরশীল ফিচার যুক্ত করতে পিছপা থাকেন। কারণ দেখা যাবে ওরিওর ফিচারের ওপর নির্ভর করে অ্যাপ তৈরি করলে তা চলবে মাত্র ৪ দশমিক ৬ শতাংশ ডিভাইসে। এই সমস্যা থেকে এখনো পর্যন্ত আইওএস ডিভাইস মুক্ত।
তবে গত ফেব্রুয়ারিতে ওরিওর বাজার ছিল মাত্র ১ দশমিক ১ শতাংশ। মাত্র ২ মাসেই তা ৪ দশমিক ৬ শতাংশে উঠে এসেছে। এই উলম্ফনকে অনেকেই অ্যান্ড্রয়েড আপডেটের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।
জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি