![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও স্টার্টআপ ঢাকা যৌথ উদ্যোগে অনলাইন কোর্স তৈরি করতে একটি চুক্তি করেছে। সোমবার ধানমণ্ডির ইউল্যাবের ক্যাম্পাসে এই চুক্তি হয়েছে।
ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান ও স্টার্টআপ ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন। এসময় সেখানে ইউল্যাবে সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সি ই এস) ও ইউল্যাব ইএমবিএ এর পরিচালক সাজিত অমিত ছিলেন।
এই প্লাটফর্মের মাধ্যমে দেশি এবং বিদেশি বিশেষজ্ঞরা ফাইন্যান্স, এন্টারপ্রেনারশিপ, লিডারশিপ, আইসিটি ইত্যাদির উপর লেকচার দেবেন। ইউল্যাব শিক্ষকরাই এই কোর্সগুলো পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওতে ধারণকৃত এসব লেকচার সর্বসাধারনের জন্য প্রকাশ করা হবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
এটাকি ফ্রি করা হবে, যদি এটা ফ্রি করা হয় তাহলে অনেক ভাল হবে,দেশের যদি কিছু মানুষ ও উদ্দ্যেক্তা হয় তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে।বিশেষ করে আমি বলব আমাদের দেশের শিক্ষিত সমাজ তারা সরকারী চাকুরী ছাড়া কিছু বুঝেন।তাদের জন্য ও আলাদা কিছু টিপস রাখবেন আশা করি।
অনেক ধন্যবাদ
ami ati karta chi
করুন । ঠিকানা দেয়া আছে , ধন্যবাদ
I want do this
অনেক ধন্যবাদ । করুন ।
Thanks for service, pls give all video by mail
ধন্যবাদ । প্রিয় পাঠক ,আপনি সংশ্লিষ্ট দের সাথে আলাপ করে দেখুন ।