![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি খাতের উন্নয়ন, আউটসোর্সিং, কর্মসংস্থান ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে নানান পরামর্শ উঠে এসেছে বিপিও সামিটের প্রথম দিনের সেমিনারগুলোতে। তরুনদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি সামনের দিনে এগিয়ে যেতে দিক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার বিপিও সম্মেলন উদ্বোধনের পরপরই ‘বিপিও অ্যাজ এ ক্যারিয়ার ফর ইয়ুথ’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যেতে তরুণদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, সরকার মূলত প্রশিক্ষণের জায়গাটা উন্মুক্ত করার চেষ্টা করছে। সাত জেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। পর্যায়ক্রমে ৬৪ জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
এ সেমিনারে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মালিহা নার্গিস। সঞ্চালনা করেন আয়োজক প্রতিষ্ঠান বাক্যের সাধারণ সম্পাদক ও ফিফো টেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন।
এ সেমিনার শেষে অনলাইনে বিপিও খাতে প্রশিক্ষণ কোর্স নিয়ে সরকারের এলআইসিটি প্রকল্প ও রেপটো আইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
বিকাল পাঁচটায় ‘গ্লোবাল অপরচুনিটিস ফর ক্রিয়েটিভ ইকোনোমি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বক্তব্য দেন সার্ভিস সলিউশনসের সিইও তানভীর ইব্রাহীম, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম খায়রুল আলম, গিকি সোশ্যালের এম আসিফ রহমান, হিউম্যান এইড বাংলাদেশের শিক্ষা বিভাগের পরিচালক সুমাইয়া জাফরিন চৌধুরী, বেসিসের পরিচালক দিদারুল আলম, রেডিসন ডিজিটাল টেকনোলজিসের চেয়ারম্যান দেলওয়ার হোসেন ফারুক।
‘এডুকেশন : এ কি ইনস্টুমেন্ট টু অ্যাচিভ এসডিজি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সারোয়ার জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হাফিজ মো. হাসান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) উপদেষ্টা ও ভারগো কন্টাক্ট সেন্টার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকের পরিচালনায় সেমিনারে বক্তব্য দেন ইউসেপের প্রধান নির্বাহী তাহসিনাহ আহমেদ, ড্যাফোডিল গ্রুপের সিইও মো. নুরুজ্জামান, এএসকে টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত।
সামিটের প্রথম দিনে ‘গর্ভমেন্ট প্রোসেস আউটসোর্সিং- স্কোপস অব গভর্নমেন্ট ইন বিপিও’, ‘ক্রিয়েটিং দ্য নেক্সট জেনারেশন আউটসোসিং সার্ভিসেস ইন বাংলাদেশ’, ‘অ্যাকাউন্টিং প্রোসেস আউটসোর্সিং: পজিশননিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার সামিটের দ্বিতীয় দিনে চারটি সেমিনার ও একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
আনিকা জীনাত