![]() |
টেকশহর ডেস্ক : ডকুমেন্টস ফাইলের (.doc, .docx) পরই ব্যবহারের দিক থেকে শীর্ষে আছে পিডিএফ। ডকুমেন্টের মতো চাইলেই পরিবর্তন করা যায় না পিডিএফ আকারের ফাইল। তা ছাড়া ফন্টের ঝামেলাও নেই। একাধিক পাতাকে স্ক্যান করে সফটওয়্যার দিয়ে একই সঙ্গে নথিভূক্ত করার ক্ষেত্রেও জুড়ি নেই পিডিএফের। ই-বুক তৈরিতেও শত শত পাতাকে রূপ দিতে হচ্ছে পিডিএফে! এসব কারণেই ব্যবহারকারীর কাছে জনপ্রিয় ফরমেটটি।
বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়তই ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনে পিডিএফ সংশ্লিষ্ট সফটওয়্যারের খোঁজ নিচ্ছেন। দরকারি এমন একটি সফটওয়্যার হলো নিট্রো প্রো ৮। মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা ফাইলকে (.doc, .docx) চাইলেই রূপান্তর করে নিতে পারেন পিডিএফে। শুধু তা-ই নয়, ওয়াটার মার্কের পাশাপাশি দরকারি বেশ কিছু ফিচারের পুরো প্রয়োগই করা যাবে ছোট্ট এই সফটওয়্যারে। যেকোনো পিডিএফ ফাইলকে ইচ্ছেমতো সম্পাদনাও করা যাবে ‘এডিট’ অংশ থেকে । নিরাপত্তার কথা ভেবে পাসওয়ার্ড যুক্ত করারও সুযোগ থাকছে সফটওয়্যারটিতে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি