রোবট বানালো শিশুরা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে শিশু-কিশোরদেরকে রোবট বিষয়ে ধারণা দিতে শুক্রবার ‘রোবট বানাই’ এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ ও ফেইসবুক বাংলাদেশের সহযোগিতায় রোবট শো ও রোবট বানাই শিরোনামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে দুটি ওয়ার্কশপ আয়োজিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে  সকাল ১০ টা থেকে শুরু হয় রোবট শো। এখানে শিশুরা বিভিন্ন রোবটের সঙ্গে সরাসরি কথা বলা, খেলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পায়। রোবট শো-তে বিভিন্ন রোবটের পাশাপাশি, ড্রোন, ভার্চুয়াল রিয়েলিটি প্রজেক্টসহ ছিলো আরও অনেক আয়োজন।

Techshohor Youtube

বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় রোবট বানাই ওয়ার্কশপ। শিশুদেরকে দুটি আলাদা গ্রুপে ভাগ করে ওয়ার্কশপটি পরিচালনা করা হয়। ওয়ার্কশপটিতে শিশুরা নিজেরাই রোবট বানায়। এতে ১০ জন মেনটর শিশুদেরকে রোবট বানানোর জন্য যাবতীয় দিক-নির্দেশনা দেন।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন,  প্রাথমিকভাবে ঢাকাতে শুরু করলেও, আমরা সমগ্র দেশব্যাপী শিশুদের নিয়ে এমন আয়োজন করতে চাই।

এর আগে ২০ জানুয়ারি রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘রোবট বানাই’ ওয়ার্কশপটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন