![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলল : অনলাইনে বৈশাখের সব পণ্য একসঙ্গে দিতে তৃতীয়বারের মতো মেলার আয়োজন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ।
অনলাইনে মেলাটি শুক্রবার শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে দারাজ তাদের অনলাইন মেলার আয়োজন সম্পর্কে জানায়।
দারাজ জানায়, এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটগরির তিন লাখের বেশি পণ্য থাকবে। এসব পণ্যে সর্বোচ্চ ৭৭ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি রয়েছে ডিসকাউন্ট ভাউচার। আর ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার লঙ্কা বাংলার ক্রেডিট কার্ডে প্রি-পেমেন্ট করলে পাওয়া যাবে অতিরিক্ত ১৫ শতাংশ ক্যাশ ব্যাক।
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, চলতি বছরে দারাজ দেশের ৬৪ জেলায় নিজেদের হাব বা পিক আপ পয়েন্ট চালু করবে। বেশ কিছু নতুন ক্যাটাগোরিও শুরু করবে প্রতিষ্ঠানটি।
মেডিসিন, কাঁচাবাজার, ইনস্যুরেন্স ইত্যাদি দারাজের ওয়েবসাইটে যুক্ত হবে বলেও জানান তিনি।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি