![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠান যেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের ব্যক্তিগত কোনো তথ্য না নিতে পারে সেজন্য নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে ছবি শেয়ারিং মাধ্যমটি।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তথ্য অন্য কাউকে দেওয়া থেকে সুরক্ষিত থাকবেন।
স্ন্যাপচ্যাটের সর্বশেষ বেটা সংস্করণটিতে থাকা ফিচারটি ‘কানেক্টেড অ্যাপস’ নামে পরিচিত। সেখানে পুরো বর্ণনাতে লেখা আছে, এই অ্যাপটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের সঙ্গে যু্ক্ত। একটি অ্যাপ নির্বাচন করুন যেটি আপনার অন্যদের প্রবেশ নিয়ন্ত্রণ করবে।
বুধবার সংবাদ মাধ্যম ম্যাশেবলে করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ন্যাপচ্যাটের ফিচারটি ব্যবহারকারীকে তৃতীয় পক্ষেরে যেকোন অ্যাপ থেকে তার অ্যাকাউন্টে প্রবেশ নিয়ন্ত্রণ করবে। এখন বিটমজি নামের একটি অ্যাপ এই সুবিধা পায়, তবে অ্যাপটি ২০১৬ সালেই স্ন্যাপচ্যাট কিনে নিয়েছে।
নুতন ফিচারটি ব্যবহারকারীদের স্ন্যাপচ্যাটের ইকোসিস্টেমের মধ্যেই রাখবে। আর এটি ফেইসবুক, গুগল বা টুইটারের মতো নয় বলে জানায় স্ন্যাপচ্যাট।
স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ফেইসবুকের মতো তথ্য শেয়ারে তেমন কোন অফারই করবে না। বরং তৃতীয় কোনো পক্ষ যাতে কোনভাবে ব্যবহারকারীর অজান্তে তথ্য নিতে না পারে সেদিকেই মনোযোগ দিচ্ছে।
ফেইসবুকের ডেটা কেলেঙ্কারির পর বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহক বা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় বিভিন্ন পন্থা নিচ্ছে। স্ন্যাপচ্যাট নতুন এই ফিচার আনার মাধ্যামে তেমনই পন্থা নিল।
আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি