নকিয়া ৫ ও ৬ পেলো ওরিও ৮.১ আপডেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্মাতা এইচএমডি গ্লোবাল তাদের ফোনগুলোকে সর্বশেষ আপডেট দেওয়া অব্যাহত রেখেছে।

নকিয়া ৫ ও নকিয়া ৬ ফোন দুটি এর মাঝেই পেয়ে গেছে অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১ ওরিও আপডেট, সঙ্গে আছে মার্চ সিকিউরিটি আপডেট। মাঝারী মূল্যের অ্যান্ড্রয়েড ফোনে যেখানে বেশির ভাগ নির্মাতাই আপডেট দিতে নারাজ সেখানে নকিয়া এক উজ্জ্বল ব্যতিক্রম।

Techshohor Youtube

নজরে পড়ার মতো ফিচার তেমন না থাকলেও ওরিও ৮ দশমিক ১ বেশ কিছু সিস্টেম পারফরমেন্সে উন্নতি এনেছে। ব্যাটারি লাইফের দিকে দেয়া হয়েছে বিশেষ নজর। ব্যাটারিতে চার্জের পরিমাণ কমে গেলেও ফোনগুলো নিজ থেকেই ক্যাপাসিটিভ বাটন বাদ দিয়ে সরাসরি স্ক্রিনে ন্যাভবার ব্যবহার করা শুরু করবে।

ওরিও ৮ দশমিক ১ এর নতুন সেটিংস ইন্টারফেইস, ব্লুটুথ ডিভাইসের ব্যাটারি লাইফের ডিসপ্লে আর পাওয়ার মেনুও আপডেটে যুক্ত করা হয়েছে।

নকিয়ার বেশিরভাগ ফোন এখন অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের অংশ হওয়ায় ফোনগুলো ভবিষ্যতে অ্যান্ড্রয়েড পি আপডেট পেলেও তাতে অবাক হওয়ার কিছু নেই।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন