![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের প্রথম ক্রোম ওএস চালিত ট্যাবলেট বাজারে এনেছে এসার।
ধীরে ধীরে ট্যাবলেটের জন্য অ্যান্ড্রয়েডের বদলে ক্রোম ওএস ব্যবহারের দিকেই জোর বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে। ডিভাইসটির নাম দেয়া হয়েছে ‘ক্রোমবুক ট্যাব ১০’।
ট্যাবলেটটিতে আছে ৯ দশমিক ৭ ইঞ্চি, ২০৪৮ x ১৫৩৫ পিক্সেল রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে, এআরএম ওপি১ প্রসেসর ও ৪ গিগাবাইট র্যাম।
ওপি১ প্রসেসরটি ক্রোম ওএস এর জন্য বিশেষভাবে তৈরি। প্রথম দেখা গিয়েছিল স্যামসাং ক্রোমবুকে। ওপি সিরিজের প্রসেসরগুলো গুগলের ডিজাইন করা, তৈরির দায়িত্ব বিবিধ কোম্পানির। ওপি১ প্রসেসরে আছে দুটি কর্টেক্স এ৭২ কোর ও ৪টি কর্টেক্স এ৫৩ কোর। ট্যাবলেটটিতে থাকছে ৩২ গিগাবাইট স্টোরেজ।
ট্যাবলেটটির সঙ্গে স্টাইলাস ব্যবহারের সুযোগ রয়েছে। সেটি ডিভাইসের মধ্যেই দিয়ে দেবে এসার। ট্যাবলটটির ৩৪ ওয়াটআওয়ার ব্যাটারি অন্তত ৯ ঘণ্টা ব্যাকাপ দেবে বলে জানিয়েছে এসার। চার্জ করার জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট।
মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি ট্যাবলেটটির মূল্য রাখা হয়েছে ৩৩০ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা। এসারের আশা, মাল্টিটাস্কিং ও আলাদাভাবে স্টাইলাসের জন্য টাকা না খরচ হওয়ায় আইপ্যাডের ওপর নিজের স্থান করতে নিতে পারবে ক্রোমবুক ট্যাব ১০।
গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি