রিয়ানার পর স্ন্যাপচ্যাট ছাড়লেন ক্রিসি টাইগেন

chrissy-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা ক্রিসি টাইগেন স্ন্যাপচ্যাটকে বিদায় জানিয়েছেন।

শনিবার এক টুইট পোস্টে তিনি লেখেন, স্ন্যাপচ্যাট ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। নতুন আপডেট, অ্যাপটিতে আমাকে খুঁজে না পাওয়ার অভিযোগ, রিয়ানার বিষয়টি নিয়ে ভোট। না বন্ধু না।

এর আগে রিয়ানার দেওয়া এক ইনস্টাগ্রাম পোস্টের কারণে ৮০০ মিলিয়ন ডলার মার্কেট ভ্যালু হারিয়েছে স্ন্যাপচ্যাট।

Techshohor Youtube

২০০৯ সালে ছেলে বন্ধু ক্রিস ব্রাউনের হাতে গৃহ নির্যাতনের শিকার হয়েছিলেন রিয়ানা। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি বিজ্ঞপন তৈরি করে থার্ড পার্টি বিজ্ঞাপন নির্মাাতা। সেখানে ব্যবহারকারীরদেরকে প্রশ্ন করা হয়, তারা কি রিহানাকে থাপ্পর মারতে চান নাকি ক্রিস ব্রাউনকে ঘুষি মারতে চান? বিজ্ঞাপনটি প্রচারের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয় স্ন্যাপচ্যাট।

snapchat-techshohor

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন রিয়েলিটি টিভির তারকা কেলি জেনারও স্ন্যাপচ্যাট অ্যাপটির নতুন ডিজাইন সম্পর্কে একটি টুইট করেছিলেন।

স্ন্যাপচ্যাট রিডিজাইন করার ফলে জনপ্রিয় ফিচার খুঁজে নিয়ে ব্যবহার করা আগের তুলনায় অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বন্ধুদের সব ম্যাসেজ ও স্টোরিজ ভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ায় অনেক ব্যবহারকারীর পাশাপাশি সেলিব্রিটিরাও হতাশ।

আরও পড়ুন : এবার রিয়ানার পোস্টে স্ন্যাপচ্যাটে ধস

কেলির এক টুইটেই স্ন্যাপচ্যাটের শেয়ারে ধস

বিজনেস ইনসাইডার অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন