![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণফোন তাদের অ্যাকসেলেরেটর কর্মসূচীর পঞ্চম ব্যাচের জন্য আবেদন পত্র গ্রহণ শুরু করেছে। স্টার্টআপ ঢাকার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয়ার জন্য প্রযুক্তি বিষয়ক স্টার্টআপগুলোকে আগামী ৭ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। প্রোগ্রামটিতে অংশ নিতে আগ্রহী স্টার্টআপগুলোকে এই ঠিকানায় আবেদন করতে হবে।
জিপি অ্যাকসেলেরেটর একটি উদ্ভাবন সহায়ক প্ল্যাটফর্ম যেখানে স্টার্টআপগুলোর জন্য চার মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচীর মাধ্যমে নির্বাচিত স্টার্টআপগুলোকে ১৫০০০ মার্কিন ডলার সিড ফান্ডিং, ১১২০০ ডলারের সমপরিমাণ আমাজন ওয়েব সার্ভিস ক্রেডিট এবং জিপি হাউজে অফিস দেয়া হবে।
পঞ্চম ব্যাচের আবেদন গ্রহণ শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্টার্টআপ বাংলাদেশ থেকে আমরা যেসব স্টার্টআপকে আর্থিক সহায়তা দিয়েছি তাদের মধ্যে সেরা কয়েকটি জিপি অ্যাকসেলেরেটরে অংশ নিয়েছে। যদি দারুণ একটি ব্যবসা ধারণা, কার্যকর একটি কর্মীদল ও আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই প্রোগ্রামটিতে অংশ নেয়া প্রয়োজন।
এই কর্মসূচী সম্পর্কে জিপি অ্যাকসেলেরেটরের প্রধান মিনহাজ আনোয়ার বলেন, জিপি অ্যাকসেলেরেটর স্টার্টআপগুলোর সবচেয়ে প্রয়োজনের সময় বাজারে প্রবেশাধিকার, যোগাযোগ এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। আমাদের প্রতিটি ব্যাচ ইকো সিস্টেমের জন্য নতুন নতুন মানদণ্ড সৃষ্টি করছে।
এই প্রোগ্রাম সম্পর্কে জানানোর জন্য আগামী ১ এপ্রিল ইউল্যাবে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত একটি সেশনের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় সেশনটি ২ এপ্রিল বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত জিপিহা্উজে অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে অংশ নিতে ভিজিট করতে হবে এই ঠিকানায়।
আনিকা জীনাত