ফটোশপ সিএস ৬ টিউটোরিয়াল : পর্ব-১১

Photoshop CS 6_ part 11_ Tech Shohor

টেক শহর ডেস্ক: ফটোশপ সিএস ৬ টিউটোরিয়ালের ধারাবাহিক এই প্রজেক্ট বেজড পর্বে লেয়ার প্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সহজে ক্লিপিং মাস্ক তৈরি করার বিষয়টিও রয়েছে। নতুন লেয়ার তৈরির টিপসও রয়েছে এখানে। এটাই এই প্রজেক্টের ফাইনাল টিউটোরিয়াল। ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই অনুশীলন করতে হবে, অন্যথায় পুরোপুরি রপ্ত হবে না। এছাড়াও অন্য ছবি দিয়ে নিজে নিজে নতুন কিছু করার চেষ্টা করতে হবে। পাশাপাশি শর্টকাটগুলোও মনে রাখার চেষ্ঠা করতে হবে, তাহলে দ্রুত কাজ করা যাবে।

 – হাসান যোবায়ের, টেক শহর প্রতিবেদক

*

*

আরও পড়ুন