![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচটিএমএলে বিভিন্ন ফর্ম তৈরি করতে রেডিও বাটনের প্রয়োজন হয়। এ বাটনে মূলত অনেকগুলো অপশন থেকে একটি বা একাধিক অপশন নির্বাচন করা যায়।
এ বাটন কিভাবে তৈরি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
রেডিও বাটন তৈরির কোডগুলো ‘<form> </form>’ এর মধ্যে লিখতে হবে। নিচের কোডটি লক্ষ্য করুন।
<form action=””>
<input type=”radio” name=”gender” value=”male”> Male<br>
<input type=”radio” name=”gender” value=”female”> Female<br>
<input type=”radio” name=”gender” value=”other”> Other
</form>
কোডটি চালু করলে নিচের মতো দেখাবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected].com
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি