Techno Header Top and Before feature image

ভিডিও গেইমের নেশায় বোনকে হত্যা

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের মিসিসিপির ডিজোনি হোয়াইট। বয়স ১৩ বছর। দুপুরে খাবারের আগে ঘরে বসে  ভিডিও গেইম খেলছিল।

ভিডিও গেইম কন্ট্রোলারে যখন গেইমটিতে সে মেতেছিল ঠিক তখনই নয় বছর বয়সী ছোট ভাই এসে আবদার করে বসে কন্ট্রোলারের। সে নিজে এবার গেইম খেলত চায়।

কিন্তু বোনটি তাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোলার না দিয়ে গেইম খেলে যাচ্ছিল। কিন্তু সেটা সহ্য হয়নি সেই ভাইটির। বাইরে গিয়ে কোথা থেকে একটি বন্দুক জোগাড় করে আনে। বোনকে মাথার পিছন দিক থেকে গুলি করে। ভিডিও গেইম কন্ট্রোলার হাতেই লুটিয়ে পড়ে হোয়াইট।

ভিডিও কন্ট্রোলার হাতছাড়া না করায় জীবন দিতে হয় হোয়াইটকে। পরে অবশ্য পুলিশ হেফাজতে নেয় নয় বছরের ওই বালককে।

পাশের রুমে যখন এমন কাণ্ড ঘটছিল তখন তাদের মা দুপুরের খাবার প্রস্তুত করছিলেন। তিনি গুলির শব্দ শুনে রুমে এসে দেখেন তার মেয়ে লুটিয়ে পড়েছে। ছেলের হাতে বন্দুক।

পুলিশ জানিয়েছে, ছেলেটিকে তাদের হেফাজতে নিয়েছেন। এর আগে তারা এমন কেস পাননি বলেও জানান।

কিন্তু এই বয়সেই ছেলেটি কোথায় বন্দুক পেলো তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

তবে ছেলেটির নাম কেউই প্রকাশ করেননি।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন