পিসি ছাড়াই চলবে আসুসের প্রজেক্টর

projector-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস পি থ্রি বি প্রজেক্টর। প্রজেক্টরটি দিয়ে ঘরের পুরো দেওয়াল জুড়ে যেকোনো অনুষ্ঠান দেখা যাবে।

প্রজেক্টটি দিয়ে পেনড্রাইভ, মোবাইল মেমরি কার্ডসহ ছয়টি ভিন্ন মাধ্যম থেকে প্রজেকশন করা যায়।

projector-techshohor

Techshohor Youtube

এছাড়াও, এতে বিল্ট ইন ২ জিবি মেমরি, বিল্ট ইন ওয়াইফাই ও ব্লুটুথ থাকায় মোবাইল থেকেও প্রজেকশন করা যায়। এই প্রজেক্টরে থাকবে তিন ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।

প্রজেক্টরটির সঙ্গে ক্রেতারা পাবেন ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন