গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে 'ডেল সল্যুশন নাইট'

del-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেল ও গ্লোবাল ব্র্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ডেল সল্যুশন নাইট’।

গ্রাহকদের সঙ্গে নলেজ শেয়ার ও সাক্ষাৎ করার লক্ষ্যে বৃহস্পতিবার গুলশানের লেকশোর হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেল ইএমসি সার্ভার অ্যান্ড স্টোরেজ প্রডাক্ট সর্ম্পকে বিভিন্ন দিক কর্পোরেট ক্রেতাদের সামনে তুলে ধরা হয়।

dell-solution-night-techshohor

Techshohor Youtube

এতে ডেল হেড অব এন্টারপ্রাইজ বিজনেস, গ্লোবাল ব্র্যান্ডের ডিপুটি জেনারেল ম্যানেজার এ কে এম দিদারুল ইসলাম ও গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ বক্তব্য রাখেন।

এরপর প্রশ্ন উত্তর পর্ব ও নৈশভোজের মধ্যে দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন