Samsung HHP Online Campaign

ব্লকচেইনে ভোট নিল সিয়েরা লিয়ন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কারচুপি করা অসম্ভব, এমন ডেটাবেজ ব্যবস্থা ব্লকচেইন ব্যবহার করে ইতিহাসের প্রথম সাধারণ নির্বাচন হয়েছে সিয়েরা লিয়নে। প্রায় ৭০ শতাংশ ভোট গ্রহণ করা হয় ব্লকচেইনের মাধ্যমে।

আগোরা ভোট কোম্পানির তৈরি ব্লকচেইন লেজারে একের পর এক ভোট পরিচয় গোপন রেখেই জমা হতে থাকে। ব্লকচেইন লেজারের প্রতিটি পরিবর্তনের রেকর্ড থাকে, ফলে ভোট মুছে দেয়া বা নম্বর পরিবর্তন করলেই সেখানে রেকর্ড থাকবে। ভোট জমার সঙ্গে সঙ্গেই তার সংখ্যা জানা যাবে, আলাদা করে গণনারও প্রয়োজন হবে না।

Techshohor Youtube

সিয়েরা লিয়নে নির্বাচন করচুপি নতুন কিছু নয়। সেটি ঠেকাতেই সরকার ব্লকচেইনে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে তারা ইতিহাসের অংশ হয়ে গেল।

ভবিষ্যতে ব্লকচেইনের মাধ্যমে ভোট নেয়া হলে ব্যালট বা ভোট গণনার খরচ কমে যাবে। ব্লকচেইন যেহেতু টেম্পারিং করা সম্ভব নয় তাই নির্বাচনের ফলাফল নিয়েও কোনও সন্দেহ থাকবে না।

আগোরা ভোটের প্রতিষ্ঠাতা লিয়োনার্দো গ্রামার বলেন, একটি দেশের নির্বাচন নতুন পদ্ধতিকে প্রতিষ্ঠিত না করলেও, সেদিকে এগিয়ে নিয়ে যাবে।

টেকক্রাঞ্চ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন