উইকিপিডিয়ার তথ্য দেখাবে ইউটিউব

youtube-CEO-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও প্রচারের পাশাপাশি উইকিপিডিয়ার ওয়েবসাইটের আর্টিকেল প্রদর্শন করবে ইউটিউব।

অস্টিনে আয়োজিত সাউথ বাই সাউথওয়েস্ট টেক ও মিউজিক ফেস্টিভ্যালে ইউটিউবের সিইও সুসান ওয়াজিকি এই ঘোষণা দেন। ভুয়া ভিডিওর প্রচার ঠেকাতে উইকিপিডিয়ার সঙ্গে মঙ্গলবার এই চুক্তি করে ইউটিউব।

মিথ্যা ষড়যন্ত্রমূলক তত্ত্ব ছড়ানো ভিডিওগুলোর নিচে আসল তথ্য টেক্সট আকারে দেখানো হবে। বক্সের ওপরে লেখা থাকবে ইনফরমেশন কিউস। ভিডিওর সঙ্গে আর্টিকেলের লিঙ্কটিও যুক্ত করা হবে।

Techshohor Youtube

youtube-techshohor

উদাহরণ হিসেবে ১৯৬৯ সালে অ্যাপোলো মুন ল্যান্ডিংয়ের ষড়যন্ত্রমূলক তত্ত্ব দিয়ে বানানো একটি ভিডিওর সঙ্গে তথ্য সমৃদ্ধ কয়েকটি লাইন যুক্ত করে তা প্রদর্শন করেন সুজান।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউটিউবে উইকিপিডিয়ার টেক্সটসহ ভিডিও দেখা যাবে। তবে কতোগুলো ভিডিওতে টেক্সট যুক্ত করা হবে তা জানা যায়নি।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন