Techno Header Top and Before feature image

বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজস

jeff-bezos-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে ফোবর্স ম্যাগাজিন। এই তালিকায় প্রযুক্তি ব্যবসায়ী আছেন বেশ কয়েকজন। এবারের তালিকার শীর্ষে রয়েছেন ই-কমার্স অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।

বর্তমানে বেজসের মোট সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন বা ১১ হাজার দুইশ’ কোটি ডলার । এরপরই রয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার বা নয় হাজার কোটি টাকা। তালিকার পঞ্চম স্থানে আছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি এখন ৭১ বিলিয়ন ডলার বা সাত হাজার একশ’ কোটি টাকার মালিক। এরপরে দশ নম্বরে আছেন ওরাকল কর্পোরেশনের সিটিও ল্যারি এলিসন।

jef-bejos-techshohor

১২ ও ১৩ নম্বরে অবস্থান করছেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রেইন। এরপরে রয়েছেন চীনের ইন্টারনেট ব্যবসায়ী মা হুয়াতেং।

চীনের আরেক ধনকুবের জ্যাকমা অবস্থান করছেন তালিকার ২০ নম্বরে। তার মোট সম্পদের পরিমাণ ৩৯ বিলিয়ন ডলার বা তিন হাজার নয়শ’ কোটি টাকা।

ফোর্বসের এই তালিকায় দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে আমেরিকার নাম। দ্বিতীয় স্থানে রয়েছে চীন।

ফোবর্স অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন