![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিকের (এনওয়াইপি) সহযোগিতায় দেশটিতে আইসিটি একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে।
হুয়াওয়ে আইসিটি একাডেমির গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি দক্ষতা বাড়ানোর লক্ষ্যেএ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে।
বিশ্বে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ‘হুয়াওয়ে আইসিটি একাডেমি’ বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করে থাকে।
এ বিষয়ে হুয়াওয়ে গ্রুপের ঝো দানজিন বলেন, নানইয়াং পলিটেকনিকালের সঙ্গে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থীদের নতুন ও প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে। ফলে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের বিষয়েও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ হবে।
হুয়াওয়ের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিশ্বের ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হুয়াওয়ে আইসিটি একাডেমির শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহায়তা করবে। গত বছর এই একাডেমির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ১২ হাজার ৫০০ শিক্ষার্থীকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি