![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্ক উইচ্যাটের ব্যবহারকারী শতকোটি ছাড়িয়েছে।
মাসিক ব্যবহারকারী হিসেবে প্রথমবারের মতো শতকোটির মাইলফলক অতিক্রম করেছে টেনসেন্টের এই মাধ্যমটি।
ব্যবহারকারী হিসাবে অ্যাপটিতে মোট কতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সংখ্যাকে বোঝানো হয়েছে। এতে একজন ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন।
উইচ্যাটের বেশিরভাগ ব্যবহারকারীই চীন কেন্দ্রিক। স্থানীয়ভাবে অনেকেই এটিকে উইক্সিন বলেন। সম্প্রতি লুনার নিউইয়ারে এর ব্যবহারকারী অনেক বেড়ে যায়।
তবে সম্প্রতি হঠাৎ করে এমন অ্যাকাউন্ট সংখ্যা বা ব্যবহারকারী বেড়ে যাবার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, চীনা অনেক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের সঙ্গে বন্ধু ও আত্মীয়দের যোগাযোগ করতে এখন অ্যাপটির ব্যবহার বাড়ছে। সম্প্রতি ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ায় এর ব্যবহারকারী বেড়ে যাওয়ায় এমন উলম্ফন।
ইন্টারনেটের উপর অনেক কড়াকড়ি আরোপ রয়েছে চীনে। ফলে দেশটিতে হোয়াটসঅ্যাপ তো পুরোপুরি বন্ধ রয়েছে। এ ছাড়াও ফেইসবুক, ম্যাসেঞ্জারের মতো মাধ্যম ব্যবহারও সীমাবদ্ধ রাখা হয়েছে।
রয়টার্স অবলম্বনে ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি