![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য ইউনেস্কো হতে পাওয়া সনদ তথ্যপ্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আনুষ্ঠানিকভাবে এই সনদ হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর কাছ হতে সনদটি নিতে এ সময় উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর একাত্তরের ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করতে অবদান রেখেছিল তথ্যপ্রযুক্তি বিভাগ।
২০১৬ সালের ৬ মার্চ তথ্যপ্রযুক্তি বিভাগ বঙ্গবন্ধুর এই ভাষণকে উন্নত মানের রঙিন ভিডিওতে রূপান্তর করে।
২৩ অক্টোবর ২০১৭ সালের ২৩ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে অন্তর্ভূক্ত করে।
৭১-এ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বঙ্গবন্ধুর ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর মেলে বাংলাদেশের স্বাধীনতা।
আল-আমীন দেওয়ান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি