বিজনেস ইনোভেশনের চূড়ান্ত পর্বে ৩২ দল

Business-PLanning-techshohor-

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘লিডস বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জ’ এর চূড়ান্ত পর্ব।

বিজনেস ইনোভেশন সামিটের অংশ হিসেবে এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয় ৩২টি দল। এরই ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে বিজনেস ইনোভেশন সামিট।

Business-PLanning-techshohor-

Techshohor Youtube

এতে বিচারক হিসেবে ছিলেন লিডস কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, ম্যানেজিং ডিরেক্টর শেখ ওয়াহিদ, চীফ অপারেটিং অফিসার রানা সোহেল, সিটিও মাসুদ পারভেজ, চীফ ইনফরমেশন অফিসার পাপিয়াস হাওলাদার ও জেনারেল ম্যানেজার বিইএম মানজুর-ই-খুদা সহ আরও অনেকে।

সারা দেশ থেকে প্রায় আটশ’র বেশি আবেদনপত্র থেকে নির্বাচিত ৩২ টি দল নিয়ে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জে বিজয়ীরা পুরস্কার পাবেন নগদ ১ লক্ষ টাকা।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন