![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের বাজারে ভালো অবস্থানে নেই এইচটিসি। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নতুন ফোন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এইচটিসি কর্তৃপক্ষ কিছু না জানালেও অনলাইনে ফাঁস হয়েছে নতুন ফোনের তথ্য ও ছবি। ফোনটির নাম হতে পারে ‘এইচটিসি ডিজায়ার ১২ প্লাস’।
ফাঁস হওয়া ছবিতে দেখা যায় ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ফোনটিতে রয়েছে ১৮:৯ রেশিও সমৃদ্ধ ডিসপ্লে। ফোনটির নিচে দিকে রয়েছে এইচটিসির লোগো।
ফোনটিতে থাকতে পারে ২৬৮ পিপিআই সমৃদ্ধ ৫.৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ১৫৫ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব হতে পারে ১৫৮*৭৬.৫৮.৪ এমএম।
ছবি তোলার জন্য পিছনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকতে পারে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেটের প্রসেসর। ৩ গিগাবাইট র্যামের পাশাপাশি থাকতে পারে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। যেখানে ব্যবহার করা যাবে ২৩.৪ গিগাবইট মেমোরি।
কুইক চার্জার ৩.০ সুবিধার পাশাপাশি ব্যাকআপ সুবিধা দিতে এতে থাকতে পারে ২ হাজার ৯৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কবে ফোনটি আসবে বা এর মূল্য কতো হবে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসে উন্মোচন হতে পারে এই ডিভাইসটি।
জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি