![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় আউটসোর্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম থেকে অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান পেওনিয়ারের মাধ্যমে অর্থ উত্তোলনের সময় বাড়ানো হয়েছে।
চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া ভিত্তিক মার্কেটপ্লেসটি তাদের সাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে পেওনিয়ারের মাধ্যমে পারিশ্রমিক না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
এতে বিপাকে পড়েছিল দেশের অনেক ফ্রিল্যান্সার। তবে সময় বাড়লেও আগামী এপ্রিলের পর মার্কেটপ্লেসটি থেকে পেওনিয়ারের মাধ্যমে আর অর্থ উত্তোলনের করা যাবে না।
বর্তমানে পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সার ডটকমে থেকে অর্থ উত্তোলন করতে গেলে ব্যবহারকারীরা সময় বাড়ানো নোটিফিকেশন দেখতে পাচ্ছেন।