![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোরিয়ান ব্র্যান্ড ‘সিউ’-এর প্রিন্টার দেশের বাজারে বিপণণ শুরু করেছে গ্লোবার ব্র্যান্ড বাংলাদেশ।
দেশের বাজারে প্রতিষ্ঠানটি এলকে-বি২৪ প্রিন্টার এনেছে। চার ইঞ্চি থারমাল ট্রান্সফার এবং ডিরেক্ট থারমাল লেবেল প্রিন্টারটি যেকোনো স্থানেই বসানো যাবে। প্রিন্টারটিতে রয়েছে মেইন ফ্ল্যাশ ১এম বাইট/এসডি র্যাম ১৬ মেগাবাইট।
এর পাশাপাশি এতে রয়েছে ইউএসবি, সিরিয়াল (আরএস-২৩২সি) ও ইথারনেট ইন্টারফেস। ১২৭ এমএম প্রতি সেকেন্ড র্যাপিড গ্রাফিক্স প্রিন্টিং, ২০এমএম থেকে ১১৪ এমএম পযর্ন্ত অ্যাডজাস্টেবল পেপার ওয়াইড সুবিধা সম্পন্ন প্রিন্টারটি ইপিএল ২, জেডপিএল ২ কমান্ড কম্পার্টিবল।
২০৩ ডিপিআই রেজুলেশন এবং প্রতি সেকেন্ড ১২৭ এমএম স্পিডের পাশপাশি এতে আরও রয়েছে ১০৪ এমএম (৪.০১) প্রিন্টিং ওয়াইড এবং ৯৯০ এমএম প্রিন্টিং লেন্থ সুবিধা।
এ ছাড়াও এটিতে পেপার এবং রিবন পাল্টানো যা খুব সহজে। প্রিন্টারটির মূল্য ১৯ হাজার টাকা।
আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি