![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নানা প্রয়োজনে সার্চ ইঞ্জিনে আমাদেরকে তথ্য খুঁজতে হয়। সার্চ রেজাল্ট থেকে প্রদর্শিত লিংকে ক্লিক করে প্রতিটি সাইটে যেতে অনেক সময় লেগে যায়।
তবে ‘কেক ওয়েব ব্রাউজার’ নামে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আর লিংক ক্লিক করতে হবে না। কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলেই সরাসরি প্রদর্শিত হবে ওয়েবসাইট। চাইলে সোয়াইপ করে ওয়েবসাইট পরিবর্তন করে তথ্য খোঁজা যাবে অ্যাপটিতে। এতে কিছুটা সময় বেঁচে যাবে।
এক নজরে অ্যাপটির সুবিধাগুলো
১. অ্যাপটিতে ব্যবহারকারীরা পছন্দ মতো সার্চ ইঞ্জিন যুক্ত করতে পারবে।
২. কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে সার্চ রেজাল্ট সম্পূর্ণ পেইজ না প্রদর্শিত হয়ে সরাসরি ওয়েবসাইট প্রদর্শিত হবে।
৩. সময় বাঁচতে ডানে বামে সোয়াইপ করে ভিজিট করা যাবে যে কোনো ওয়েবসাইটে।
৪. সার্চ রেজাল্টে পাওয়া প্রয়োজনীয় ওয়েবসাইটটি এই অ্যাপ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বা বন্ধুদের ইনবক্স পাঠানোর সুবিধা রয়েছে।
৫. এতে রয়েছে প্রাইভ মুড অপশন।
৬. অ্যাপটির হিস্টোরি থেকে জেনে নেওয়া যাবে এ পর্যন্ত কী কী সার্চ করা হয়েছে।
৭. এতে রয়েছে সংরক্ষণ সুবিধা। পরবর্তী সময়ে পড়ার জন্য পছন্দের কোনো লিঙ্কও সেইভ করে রাখা যাবে।
৮. এছাড়া, ব্যবহারকারী কোন ধরনের তথ্য খুঁজতে চান তার ক্যাটাগরি নির্ধারণ করে সার্চের সুবিধা রয়েছে অ্যাপটিতে।
৯. ইন্টারনেট নির্ভর হওয়াতে ব্রাউজারভিত্তিক অ্যাপটি ব্যবহার করতে অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে।
প্লেস্টোরে ৩ দশমিক ৭ রেটিং প্রাপ্ত অ্যাপটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
আরো পড়ুন:
ভাই যতই সহজ করুক না কেন গুগল সার্চইন্জিরে মত তো আর হবে না.! কেননা সামান্য সময় বাচানোর চেয়ে গুগলে সার্চ করাই উত্তম মনে হয়..! তাতে সব সাইটের আলাদা করে তথ্য দেওয়া থাকে..!
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই । আপনি ঠিক বলেছেন ।