ইনস্টাগ্রামে ভয়েস ও ভিডিও কলের গোপন কোড ফাঁস

instagram-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামীতে ইনস্টাগ্রামের ডাইরেক্ট ম্যাসেজ সেকশনে ভয়েস ও ভিডিও কল করার ফিচার যুক্ত হতে পারে।

সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, তারা অ্যাপটির অ্যান্ড্রয়েড প্যাকেজে (এপিকে) ভয়েস ও ভিডিও কলের গোপন কোড ও আইকন খুঁজে পেয়েছে। এপিকেতে সাধারণত ডেভেলপারদের পরিকল্পনাগুলো দেওয়া থাকে।

এ বিষয়ে ইনস্টাগ্রামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Techshohor Youtube

মূল প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটের অনুকরণে ইনস্টাগ্রামও যুক্ত করেছে স্টোরিজ ফিচার। ইতোমধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিজ ব্যবহারকারীর সংখ্যা স্ন্যাপচ্যাটের চেয়ে বেশি।

ইনস্টাগ্রামে ভয়েস ও ভিডিও কলের ফিচার যুক্ত হলে অ্যাপটির ব্যবহাকারীর সংখ্যা স্ন্যাপচ্যাটের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে বলেই ধারণা করা হচ্ছে। ফেইসবুক মালিকানাধীন ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপেও কল ও ভিডিও করার সুবিধা রয়েছে।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন