vivo Y16 Project

মেশিন লার্নিং ও এআই শেখাবে গুগল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লার্ন উইদ গুগল ওয়েবসাইটের মাধ্যমে মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শেখাবে প্রযুক্তি জায়ান্ট গুগল।

ইতোমধ্যে গুগল এই প্রকল্পটি শুরু করেছে যেখানে টেনসোর ফ্লো’র মতো উন্নত আর ক্যাট ডুডলস এবং এ ধরনের মেশিন ভার্সন পরীক্ষার মতো আনন্দদায়ক প্রকল্পগুলো শেখানো শুরুও করেছে গুগল।

প্রযুক্তি সাইট দ্য ভার্জ জানাচ্ছে, লার্ন উইথ গুগল এআই সাইটটি মেশিন লার্নিং আর এআই শেখার সংগ্রহশালা হিসেবে কাজ করবে।

Techshohor Youtube

google-doc-techshohor

গুগলের আশা, এমএল বা মেশিন লার্নিংয়ের মূল ধারণা শেখা ও দক্ষতা বাড়ানো আর বাস্তব দুনিয়ার সমস্যাগুলোতে এমএল ব্যবহার করতে চান এমন যে কারও জন্য এটি কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হবে।

এই কোর্সের দৈর্ঘ্য হবে প্রায় ১৫ ঘণ্টা। আর  কোর্সের মধ্যে গুগল গবেষকদের লেকচারও রয়েছে। মেশিন লার্নিং নিয়ে আগে কোনো ধরনের অভিজ্ঞতা নেই এমন সম্পূর্ণ নতুনদের জন্য এই কোর্স আনা হয়েছে।

দ্য ভার্জ এবং আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন

১ টি মতামত

  1. Pingback: মেশিন লার্নিং ও এআই শেখাবে গুগল – টেক শহর - খবর, সাস্থ,রূপচর্চা,মোবাইল টিপস,ভিডিও টিউটোরিয়াল,ডাউন

*

*

আরও পড়ুন

vivo Y16 Project