![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে প্রতারণার মাধ্যমে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের সাতটি বিটকয়েন চুরি করা হয়েছে।
এ বিষয়ে ওজনিয়াক বলেছেন, কেউ একজন অনলাইনে কেডিট কার্ড ব্যবহার করে আমার বিটকয়েনগুলো কিনেছে। এরপর সেই ক্রেডিট কার্ড পেইমেন্ট বাতিল করা হয়। পুরো কেনাবেচাই একটি চুরি করা ক্রেডিট কার্ড নম্বর দিয়ে করা হয়। তাই চুরি হওয়া বিটকয়েনগুলো ফেরত পাওয়ার আশা নেই।
এরপরে বেশিরভাগই বিক্রি করে দিয়ে কয়েকটি শুধু রেখে দিয়েছিলেন। ওজনিয়াকের মোট সম্পদের মূল্য ১০০ মিলিয়ন ডলার। তাই বিটকয়েন হারালেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ওজনিয়াক।
ম্যাশেবল অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি