এলজির মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড

monitor-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজির নতুন মনিটর ১৯এম ৩৮এ। মনিটরটির স্ক্রিন সাইজ ১৮.৫ ইঞ্চি। এর টিএন প্যানেলের  রেজুলেশন ১৩৬৬*৭৬৮ এবং অ্যাস্পেক্ট রেশিও ১৬:৭।

এছাড়াও মনিটরটিতে আছে কালার উইকনেস ও স্ক্রিন স্পিলিট। সঙ্গে আছে চার ধরণের পিকচার-ইন-পিকচার বা পিআইপি সুবিধা। পিআইপি মোড ব্যবহার করে মেইন স্ক্রিনে একই সঙ্গে একাধিক কাজ করা যায়।

monitor-techshohor

Techshohor Youtube

মনিটরটিতে ফ্লিকার সেফ এবং রিডার মুড থাকায় ক্ষতিকর ব্লু লাইট এড়ানো যাবে।
এতে আরও আছে ১৬.৭এম কালার ডেপথ, মেগা কন্ট্রাস্ট রেশিও, ৫এমএস রেসপন্স টাইম, অ্যান্টি গ্লের সার্ফেস ট্রিটমেন্ট, অটো রেজুলেশন, কি-লক, পাওয়ার কোর্ড অপশন, স্মার্ট এনার্জি সেভিং ও ওয়াল মাউন্ট ফিচার।

মনিটরটির দাম ৬ হাজার ৫০০ টাকা।

*

*

আরও পড়ুন