কেলির এক টুইটেই স্ন্যাপচ্যাটের শেয়ারে ধস

kylie-jenner-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন রিয়েলিটি টিভির তারকা কেলি জেনার স্ন্যাপচ্যাট অ্যাপটির নতুন ডিজাইন সম্পর্কে একটি টুইট করেছিলেন।

টুইটে লেখা ছিলো, ‘আর কেউ কি স্ন্যাপচ্যাট চালাচ্ছো? নাকি শুধু আমিই এটা থেকে দূরে আছি ? আসলেই দুঃখজনক।’ এই দুই লাইনের টুইটেই স্ন্যাপচ্যাটের ক্ষতি হয়েছে এক দশমিক তিন বিলিয়ন ডলার বা একশ’ ত্রিশ কোটি টাকা।

বিপুল পরিমাণ এই ধসের পর কেলি জেনার নিজেই স্ন্যাপচ্যাটকে উদ্ধারে এগিয়ে আসেন। পরে আরেকটি টুইটে লেখেন, এখনো স্ল্যাপচ্যাটকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা।

Techshohor Youtube

snap-chat-techshohor

শুধু কেলি জেনারই নন, স্ন্যাপচ্যাট নিয়ে অনেকেই টুইটারে অভিযোগ জানিয়েছেন। অনেকে জনপ্রিয় ফিচার খুঁজে নিয়ে ব্যবহার করা আগের তুলনায় অনেক কঠিন হয়েছে। বিশেষ করে বন্ধুদের সব ম্যাসেজ ও স্টোরিজ ভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ায় অনেক ব্যবহারকারীই হতাশ।

ইতোমধ্যে দশ লাখ ব্যবহারকারী স্ন্যাপচ্যাটের পুরানো ইন্টারফেইস ফিরিয়ে আনতে একটি আবেদনপত্রে সাক্ষর করেছেন।

জানুয়ারিতে অ্যাপটির ফিচার ও নেভিগেশনের ডিজাইনে পরিবর্তন আনার পর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ার কমতে শুরু করেছিলো।

বিবিসি অবলম্বনে আনিকা জীনাত

 

 

*

*

আরও পড়ুন