![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন থেকে আউটলুকে বাংলা ভাষায় ইমেইল আইডি খোলা যাবে।
দক্ষিণ এশিয়ার ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট আউটলুক উপমহাদেশীয় ভাষাগুলোতে ইমেইল আইডি খোলার সেবা চালু করেছে, তার মধ্যে বাংলাও রয়েছে।
মাইক্রোসফটের ভাষ্য, ৮ শতাংশেরও বেশী ইন্টারনেট ব্যবহারকারীর নিবাস দক্ষিণ এশিয়ায়, সেখানে এই এলাকার ৪৪৭ ভাষার একটিও ডিজিটাল দুনিয়ায় প্রচলিত ৫০ ভাষার মধ্যে নেই। এটি খুবই দুঃখজনক। এ অবস্থা বদলাতেই তাদের নতুন পদক্ষেপ বলে জানায়।
বাংলা ছাড়াও আরও ১৪টি ভাষা ইমেইল আইডি ও ইউজারনেম হিসেবে ব্যবহারের জন্য যুক্ত করা হয়েছে। এটি শুধু আউটলুক ইমেইলেই নয়, মাইক্রোসফট এক্সচেঞ্জ সেবা ও অফিস ইউজারনেম সেবাতেও যুক্ত করেছে মাইক্রোসফট।
আরও পড়ুন ঃ যে কারণে মাইক্রোসফটেই থাকেন সফটওয়্যার প্রকৌশলীরা
দক্ষিণ এশিয়ার ভাষাগুলো নিয়ে মাইক্রোসফটের ‘প্রজেক্ট ভাষা’ শুরু হয় ১৯৯৮ সালে। বেশ কিছুদিন আগেই উইন্ডোজের ইন্টারফেইসের জন্যও যুক্ত করা হয়েছে বাংলা। ব্যবহারকারীরা ল্যাঙ্গুয়েজ সেটিংস থেকে সেটি চালু করতে পারবেন।
এ ছাড়াও মাইক্রোসফট ট্রান্সলেটর এখন রিয়েটাইমে বাংলা ভাষায় ট্রান্সলেশন করতে সক্ষম। মাইক্রোসফটের অধিন সুইফটকি কিবোর্ড অ্যাপেও যুক্ত করা হয়েছে রোমান হরফে বাংলা লেখার সুবিধা।
বাংলায় ইমেইল আইডি পেডে যেতে হবে আউটলুক.কম ওয়েবসাইটে।
এনডিটিভি অবলম্বনে এস এম তাহমিদ
আরও পড়ুন ঃ
Pingback: ডিজিটাল রূপান্তরে বাড়বে এশিয়ার জিডিপি – টেক শহর