ইন্টারনেটের ভ্যাট ছাড়ের দাবি পূরণ করবেন অর্থমন্ত্রী

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেটের ভ্যাট প্রত্যাহারের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বেসিস সফটএক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার তার বক্তব্যে ইন্টারনেটের এই ভ্যাট প্রত্যাহারের দাবি তোলেন। পরে প্রধান অতিথির বক্তব্য দিতে এসে অর্থমন্ত্রী এই দাবি পূরণের আশ্বাস দেন।

মোস্তাফা জব্বার অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত বছর ডিসেম্বরে ডিজিটাল ওয়ার্ল্ডের সমাপনীতে বেসিস সভাপতি হিসেবে দাবি করেছিলাম। আমি আবারও দাবি করছি, মন্ত্রী হিসেবে বা বেসিসের সাবেক সভাপতি হিসেবে বা সাধারণ সদস্য হিসেবে যা আপনি বলেন।

Techshohor Youtube

‘বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা আছে আপনার কাছে। আপনি জানিয়েছেন, এ বছর অবসর নেবেন। তার মানে হচ্ছে ২০১৮-১৯ সালের বাজেটই হচ্ছে আপনার শেষ বাজেট। এই বাজেটে আপনার কাছে প্রত্যাশা করি। এই প্রত্যাশা হচ্ছে, ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আপনি প্রত্যাহার করে নেন।’

টেলিযোগাযোগ মন্ত্রী তখন অর্থমন্ত্রীকে বলেন, ‘এনবিআর হিসাব করে দেখাবে কত টাকা লোকসান হবে। কিন্তু আপনার যদি ১০০ কোটি টাকা রাজস্ব কম হয় বিপরীতে প্রতিদান পাবেন হাজার কোটি টাকার বেশি।’

এরপর অর্থন্ত্রী বক্তব্য দিতে এসে মোস্তাফা জব্বার এর দাবির প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনারা আপনাদের প্রয়োজন জানিয়ে দিয়েছেন। এবং সে ব্যাপারে আমি একটি ইতিবাচক সিদ্ধান্ত দেয়ার ইচ্ছা ও আশা করছি। সুতরাং সে দিক দিয়ে আপনাদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই’।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেলা ১২ টার দিকে এ মেলার উদ্বোধন করেন দুই মন্ত্রী।

এতে আরও বক্তব্য রাখেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং মেলার আহবায়ক বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল।

ডিজাইনিং দ্য ফিউচার স্লোগানে ২০১৮ সালের এই মেলা  চলবে রোববার পর্যন্ত।

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন