![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বব্যাপী এখন পর্যন্ত অন্তত ৩৩ কোটি ২৪ লাখ নিবন্ধিত ডোমেইন রয়েছে। ডোমেইন ও ইন্টারনেট সিকিউরিটি সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিসাইন বুধবার এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৭ সালের চতুর্থ বা শেষ প্রান্তিকে আনুমানিক ১৭ লাখ ডোমেইন নাম নতুন করে নিবন্ধন হয়েছে।
এগুলো সবই টপ লেবেল ডোমেইন বলে বলছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন ঃ দেশেই আন্তর্জাতিক মানের ডোমেইন-হোস্টিং সেবা
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, এর আগে ২০১৬ সালে ইন্টারনেটে ডটকম এবং ডটনেট ডোমেইন নাম নিবন্ধন হয়েছিল ৮৮ লাখ। সেটা ২০১৭ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখে।
২০১৭ সালের শেষ প্রান্তিকে টপ লেবেল ডোমেইন হিসেবে ডটকম এবং ডটনেট মিলিয়ে ১৪ লাখ ৬৪ হাজার শুধু নাম কেন্দ্রিক ডোমেইন রেজিস্ট্রেশন হয়েছে। তবে সেগুলো নিবন্ধন হলেও কনফিগার করা হয়নি।
এটি থেকে বলা যায়, প্রতি বছর এর বৃদ্ধির পরিমাণ দুই দশমিক ৯ শতাংশ করে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নাম কেন্দ্রিক ডটকম ডোমেইন নিবন্ধন হয়েছে ১৩ কোটি ১৯ লাখ। যদিও ডটনেট খুব কম নিবন্ধন হযেছে। এই সময়ে এক কোটি ৪৫ লাখ ডোমেইন নিবন্ধন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন
আরও পড়ুন ঃ