![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোরজি লাইসেন্স পাওয়ার এক রাতের মাথায় দেশের ৬৪ জেলায় ফোরজি সেবা চালু করেছে গ্রাহক সংখ্যায় দেশের দ্বিতীয় মোবাইল ফোন অপারেটর রবি।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করে অপারেটরটি।
এসময় বর্তমান ডেটার দামে গ্রাহকদের ফোরজি দেয়ার ঘোষণা দেয় রবি। তারা গ্রাহক অনুপাতে প্রতিযোগীদের তুলনায় বেশি স্পেকট্রামে গ্রাহকদের নিরবিচ্ছিন্নভাবে সেরা ইনডোর কভারেজ ও ইন্টারনেটের গতি দেয়ারও প্রতিশ্রুতি দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মালেশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব, তথ্যপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
নিজেদের ফোরজি সেবার বিভিন্ন দিক তুলে ধরার পর রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এ খাতের বিভিন্ন দাবি তুলে ধরেন।
এর মধ্যে বাংলাদেশে ফোরজি ডিভাইসের ওপর কর কমানো, ফোরজি অবকাঠামো পণ্যের ওপর শুল্ক কমানো, গ্রামীণ এলাকায় ফোরজি সেবা চালুর ক্ষেত্রে বিশেষ প্রণোদনা প্রদান ও ভ্যাট নিয়ে সব ধরণের বিরোধ নিরসনের দাবি রয়েছে।
আল-আমীন দেওয়ান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি