![]() |
তুসিন আহমেদ, টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : অনেক বড় প্রজেক্টে হাজার হাজার লাইন কোড লিখতে হয়। কোন কোডে কি কাজ সেটা কমেন্ট বা মন্তব্যে লিখে রাখলে পরে প্রজেক্ট ফাইলটি সম্পাদনা করতে সুবিধা হয়।
এ ছাড়া একই প্রজেক্টের কাজ যদি অন্য কোনো ডেভেলপার করতে চান, সেক্ষেত্রে কমেন্ট থাকলে কাজ করা সহজ হয়। কোন কোডে কি কাজ তা বুঝতেও পারবেন তিনি।
কমেন্ট ট্যাগ শুরু হয় “<!–” দিয়ে এবং শেষ হয় “–>” দিয়ে। এই অংশটুকুর মধ্যে যা কিছু লেখা হোক না কেন, তা ব্রাউজারে প্রদর্শিত হবে না।
<html><head>
<title> Color techshohor</title>
</head>
<body bgcolor=”green”> <!– this code use for background color –>
<p style=”background:white;”>Bangladesh is green</p>
<p style=”color: aqua”> we love Bangladesh</p></body>
</html>
উপরের কোডে লক্ষ্য করুণ ৪ নম্বর লাইনে কমেন্ট যুক্ত করা হয়েছে। উপরের কোডটা রান করলে ওয়েব ব্রাউজারে ‘this code use for background color’- এ অংশটুকু দেখাবে না।
এক সঙ্গে একাধিক লাইনও কমেন্ট করে রাখা যায়। এইচটিএমএলে কমেন্ট ব্যবহার না করলেও কোড বা প্রজেক্ট রান হবে। তবে কাজের সুবিধার্থে কমেন্ট ব্যবহার করা ভালো।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি